|

ময়মনসিংহে পীর-কবিরাজ-ঠাকুর চক্রের কাছে হাজার হাজার লোক প্রতারিত

প্রকাশিতঃ ৩:৩৫ পূর্বাহ্ন | মার্চ ২৮, ২০১৮

Thousands of people are cheated near Pir-Kaviraj-Thakur Chakra in Mymensingh

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে পীর, ঠাকুর ও কবিরাজের প্রাতারণার শিকার ময়মনসিংহ অঞ্চলেরর হাজার হাজার মানুষ। অলৌকিক ভাবে পাইয়ে দেয়া সোনা দানা ও সকল সমস্যার সমাধান কল্পে এদের কাল্পনিক চিকিৎসার নামে প্রতিদিন বিভিন্ন লোকের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এই প্রতারক চক্র।

এদের সেলটারে রয়েছে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও খুনের মামলার আসামী স্থানীয় মেয়রের ভাতিজা রোমান ও ভেন্ডার আলী। এদের কাছে প্রতিদিন লোক জন প্রতারিত হয়ে তাদের সর্বস্ব হারালেও স্থানীয় প্রশাসন অদৃশ্য কারণে কোন ব্যবস্থা নিচ্ছে না।

অনুসন্ধ্যানে দেখা যায়, ফুলপুর উপজেলার ছনকান্দা শীববাড়ী রোড, আদর্শ মাদরাসার পেছনে কবিরাজ ফজল নিত্যদিন চিকিৎসার নামে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছে। তার ঔষধে কাজ না হলেও তার এক সহযোগী হালুয়াঘাটের নাগলা বাইশ শিমুল গ্রামের মীর বাড়ীর জাহাঙ্গীর পীর কে নিয়ে তারই দরবারে সলা পরামর্শ করে।

পরে রোগীর কাছ থেকে আলাদা ভাবে বিকাশ ও নগদ অর্থ হাতিয়ে নেয়। এতেও যদি কাজ না হয় ফুলপুরের বাতিঘোরার কতিথ ঠাকুর আব্দুর রশিদ (যদি খেজুর গাছ ছ্যাবেন) তার স্বরণাপন্ন হন। এভাবে বিভিন্ন লোকদেরকে এ চক্রটি অলৌকিক সম্পদের অর্থৎ সোনাদানা সহ ধন সম্পদ প্রাপ্তির কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নেন।

এ প্রতারক চক্রের কাছে প্রতিদিন সহজ সরল মানুষ গুলো প্রতারিত হয়ে আসছে। প্রাপ্ত অভিযোগে দেখা যায়, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, শেরপুর জামালপুর, নেত্রকোণা সহ দেশের প্রত্যান্ত অঞ্চলে এদের ব্যবহৃত মোবাইল দিয়ে বিভিন্ন ভাবে প্রারিত করে বিকাশে টাকা আনাচ্ছে। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন চক্রটিকে গ্রেফতারের জন্য ইতি পূর্বে রাষ্ট্রের সর্বচ্চ সংস্থা তৎপর হয়েছিল। অনেকে গ্রেফতার হলেও ময়মনসিংহ অঞ্চলের এ চক্রটির গায়ে কোন আচরই লাগেনি প্রশাসনের। অথচ গত বেশ কয়েক বছর ধরে এ প্রতারক চক্রটি ধারাবাহিক ভাবে প্রতারণা করে আসছে।

সম্প্রতি বেশ কয়েকজন ব্যক্তিকে এ চক্রটি অলৌকিক ভাবে সোনা ভর্তি ড্রেস্কি, সোনা ভর্তি কলসি, সোনা ভর্তি লোটা ও লাখ টাকার সেলামি নিয়ে এ সকল সম্পদ পাওয়ার লোভ দেখান। এক সময় বিভিন্ন কারিশমার মধ্য দিয়ে রোগীদের বাড়ীতে মজমা বসিয়ে গভীর রাতে সবাইকে অজ্ঞান করে ফেলেন।

জ্ঞান ফেরার পর গর্ত থেকে তাদেরকে উল্লেখিত সামগ্রীর যে কোন একটি রোগীদেরকে উঠাতে বলেন। পরে এ গুলো দেখতে বারন করেন। বিভিন্ন মানশিকের পর সপ্তাহ দুই পরে ফোনে বা রোগীদের আগমনের পর পীর, কবিরাজ, ঠাকুর নিজ চেম্বারে বসে প্রাপ্ত অলৌকিক স্বর্ন মুদ্রা গুলো দেখার অনুমোতি দিয়ে দেন।

দেখার পর মাথায় হত দিয়ে এ সকল প্রতারকদেরকে ধরতে তাদের স্ব স্ব চেম্বারে গিয়ে প্রতারণার প্রতিবাদ করায় পীর, কবিরাজ, ঠাকুরের মাস্তান বাহিনী কর্তৃক নির্যাতিত হয়ে ঘরে ফিরেন। এ প্রতিবেদক ভুক্তভোগী ও পীর কবিরাজ ঠাকুরের সাথে কথা বলে পাওয়া গেছে আরো চাঞ্চল্যকার তথ্য।

দেখা হয়েছে: 821
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪