|

উন্নয়নে বৃক্ষ বলি!

প্রকাশিতঃ ৪:২৬ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

তানোর রাজশাহী প্রতিনিধিঃ
প্রথমে খবরটি শোনে বিশ্বাস হয়নি আমাদের (গণমাধ্যম কর্মী)। যে পুকুরের প্রটেকশান ওয়াল নির্মাণে রাস্তার ধারের শতবর্ষী প্রায় ১০টি তালগাছ বলি দেয়া (কাটা) হয়েছে। এসব তালগাছের আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাক। চলতি বছরের ২৭ জানুয়ারী শনিবার থেকে এসব তালগাছ কাটা হচ্ছে।

উন্নয়নের নামে এমন আত্নবিনাশী পরিকল্পনা নেয়া হয়েছে কার স্বার্থে এটি কি ? এলাকার মানুষের না কি ? জনপ্রতিনিধি নামের হোমড়া-চোমড়াদের পকেটভারী করার জন্য এসব বৃক্ষ বলি (কাটা) হয়েছে এটি এখন হাজারো মানুষের প্রশ্ন। অথচ এমন আত্নবিনাশী পরিকল্পনার বিষয়ে কোনো পরিবেশবাদী বা প্রশাসনের নিরব ভূমিকা সাধারণ মানুষকে ব্যথিত করেছে, উঠেছে সমালোচনার ঝড়। স্থানীয়রা এবিষয়ে সরেজমিন তদন্তপূর্বক সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের চাঁন্দুড়িয়া ইউপির নিভৃত পল্লী গাগরন্দ চকপাড়ার তালপুকুরে প্রটেকশান ওয়াল নির্মাণের অজুহাতে রাস্তা ও পুকুর পাড়ের ১০টি শতবর্ষী তালাগাছ কেটে নেয়া হয়েছে। অথচ এসব গাছ কাটতে বনবিভাগ-পরিবেশ অধিদপ্তর বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো অনুমতি নেয়া হয়নি।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মতাদর্শী স্থানীয় এক জনপ্রতিনিধির নেপধ্য মদদে সাধারণের বাধা উপেক্ষা করে প্রকাশ্যে দিবালোকে এসব গাছ কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক প্রবীণ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, জনৈক মেজর নামের এক ইউপি সদস্যর সহযোগীতায় গাগরন্দ চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত পানু সরদারের পুত্র হাশিম ও কাশিম সরদার এসব গাছ কেটে নিয়েছেন। এদিকে এসব তালগাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এব্যাপারে তানোরের চাঁন্দুড়িয়া ইউপির সদস্য (মেম্বার) মেজর বলেন, এসব তালগাছ কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। তাহলে তাঁর এলাকার এসব তালগাছ কাটার বিষয়ে তিনি জনপ্রতিনিধি হিসেবে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেননি কেনো এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদোত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন।

এব্যাপারে জানতে চাইলে হাশিম ও কাশিম সরদার বলেন, তাদের জায়গার ওপর দিয়ে রাস্তা গেছে, এছাড়াও রাস্তার ধারের এসব তালগাছ তারা লাগিয়ে ছিলেন বলে তাদের প্রয়োজনে তারা কেটেছেন।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলী বলেন, তিনি এবিষয়ে অবগত নন বা অভিযোগও পাননি। তবে এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেখা হয়েছে: 688
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪