|

নড়াইলের উৎসব মুখর পরিবেশে দ্বিবার্ষিক নির্বাচন

প্রকাশিতঃ ২:৪৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে নড়াইলের জয়পুর ইউনিয়নের চাচই মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩ জন প্রার্থীর বিপরীতে জয়লাভ করেছেন ৯ জন। এর মধ্যে ১ জন প্রার্থী দাতা সদস্য আগেই বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৩শ’ ৫৮ জন ভোটারের মধ্যে ২শ’ ৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৯ জন অভিভাবক সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন মোঃ লিটন শেখ (১৭৭), মোঃ জাহিদুর রহমান (১৫৬),মোঃ মনিরুল আলী (১৫৫) মোঃ হাসান সরদার (১৫১), শিক্ষক প্রতিনিধি মোঃ মশিয়ার রহমান (০৭), মোঃ আতিয়ার রহমান(০৭) ও শাহিনুর পারভীন কাজী, এবং সংরক্ষিত মহিলা সদস্য নারগীস বেগম (২১২) ভোট পেয়েছেন।

এ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বিতায় দাতা সদস্য নির্বাচিত হয়েছেন জয়পুর ইউপি চেয়ারম্যান মোঃ আখতার হোসেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়ীত্ব পালন করেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার সমোরেন বিশ্বাস, সহকারী প্রিজাইডিং অফিসার লোহাগড়া উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস ও মোঃ রঞ্জু মিয়া।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ, জেলা সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তর ত্রর মো.শাহীদুল ইসলাম শাহী, মোঃ ইমরান হোসেন, দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, তুহিনসহ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্য বৃন্দ,সহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী, এ সময় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

নির্বাচন অবাধ,সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে লোহাগড়া থানার উপ-পরিদর্শক শেখ মোঃ আব্দুল হক’র নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় আ’মীলীগ’র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 453
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪