|

লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষ আহত-৬

প্রকাশিতঃ ১:৫১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর সদর উপজেলার আঠিয়া তলী গ্রামে বসত ঘর তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপে মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের নারী-পুরুষসহ ৬ জন আহত হন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আঠিয়া তলী গ্রামের মিঝি বাড়ীতে এঘটনা ঘটে।

আহতরা হলেন, মারফৎ উল্লাহ তার স্ত্রী রহিমা বেগম, ছেলে রুবেল হোসেন ও প্রতিপক্ষে নূর নাহার তার মেয়ে সেলিনা, ছোট ছেলে শুভ। আহত মারফৎ উল্লাহ ও তার স্ত্রী-ছেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিপক্ষের তিনজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারফৎ উল্লাহ গণমাধ্যমকর্মীদের বলেন, আমি আমার বসত-ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে গেলে আমার ভাই সফিক ও তার পরিবারের সদস্যরা বাঁধা দেয়। কথা কাটাকাটি একপর্যায় তারা হামলীয়ে পড়ে আমাদের ওপর এসময় তার স্ত্রী নূর নাহার মরিচের গুঁড়া নিক্ষেপ করে আমাদের মুখমণ্ডলে। পরে স্থানীয়রা আমাদের আহত অবস্থা উদ্বার হাসপাতালে ভর্তি করে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোঃ নাছির উদ্দিন জানান, একটি মারামারি ঘটনায় ৬ জন নারী-পুরুষ হাসপাতালে আসলে তিনজনকে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। বাকীদের হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 414
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪