|

কিশোরগঞ্জে শিশু ছিনতাইকারী দুই নারী আটক

প্রকাশিতঃ ২:২০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০১৮

অনলাইন বার্তাঃ

কিশোরগঞ্জে ছয় বছর বয়সী ভাইয়ের কোল থেকে নয় মাসের শিশুকে ছিনতাই করে নিয়ে যাওয়ার পর লাভলী আক্তার জুঁই (২২) নামে এক নারী জনতার হাতে আটক হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। উদ্ধার হওয়া শিশুটির নাম আলিয়া আক্তার জান্নাত।

অন্যদিকে শিশু ছিনতাইয়ে অভিযুক্ত নারী লাভলী আক্তার জুঁই নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা। পরে আটক হওয়া লাভলী আক্তার জুঁইয়ের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শহরের স্টেশন রোড এলাকার একটি প্রাইভেট ক্লিনিক থেকে পারুল আক্তার (৫০) নামের আরেক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার বাসিন্দা ইসরাইল মিয়ার মেয়ে রোজিনা আক্তার দুই সন্তানকে নিয়ে গত ২৪শে জানুয়ারি পাবনার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার দুপুরে রোজিনার ছয় বছর বয়সী ছেলে হজরত আলী ছোট বোন আলিয়া আক্তার জান্নাতকে কোলে নিয়ে আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে খেলা করছিল। সুযোগ বুঝে বিকাল তিনটার দিকে শিশু পাচারকারী লাভলী আক্তার জুঁই শিশু জান্নাতকে হজরত আলীর কোল থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

শিশু ছিনতাই হয়ে যাওয়ার পর পরই বিষয়টি পরিবারের পক্ষ থেকে শহরের মাইকিং করা হয়। এ পরিস্থিতিতে শিশুটিকে নিয়ে রাত ৮টার দিকে শহরের পুরানথানা এলাকায় অবস্থানকালে পাচারকারী নারী লাভলী আক্তার জুঁই জনতার হাতে আটক হয়। পরে লাভলী আক্তার জুঁইয়ের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শহরের স্টেশন রোড এলাকার একটি প্রাইভেট কিনিক থেকে সহযোগী পারুল আক্তারকে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, এ ঘটনায় শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এছাড়া উদ্ধার হওয়া শিশুটিকে পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু ও সংরক্ষিত নারী কাউন্সিলর কামরুন নাহার লিপির উপস্থিতিতে মায়ের কোলে তুলে দেয়া হয়েছে।

দেখা হয়েছে: 430
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪