|

নড়াইলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ইউএনও এর অতর্কিত পরিদর্শন

প্রকাশিতঃ ৩:১৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০২, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অতর্কিতভাবে উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের চমকে দিয়েছেন এক উপজেলা নির্বাহী অফিসার। ওই অফিসারের নাম সালমা সেলিম। তিনি নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় নড়াইলের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম শুরু হয়। পরীক্ষা শুরুর ১০মিনিট পূর্বে শাহাবাদ মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে কোনো নোটিশ ছাড়াই পৌঁছে যান সালমা সেলিম। তিনি পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ-খবর নিতে থাকেন।

নকল থেকে দূরে থাকার জন্য তিনি শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব শুভেচ্ছা জ্ঞাপন করে একটি বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে ক্লাবটির সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা যৌথভাবে বলেন, নকল থেকে দূরে পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজ-খবর নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম।

তিনি নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন শিক্ষকদেরকেও নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। নড়াইল সদর উপজেলার ১৮টি মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পড়েছে শাহাবাদ মাদ্রাসায়। এ বছর এ পরীক্ষা কেন্দ্রে মোট ৩৯২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

দেখা হয়েছে: 442
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪