|

ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সম্পাদকের পাল্টাপাল্টি জিডি

প্রকাশিতঃ ১:০৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

অনলাইন বার্তাঃ

ঈশ্বরগঞ্জে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে অপরের বিরুদ্ধে অস্ত্রবাজির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বলছে, দুটি সাধারণ ডায়েরি নিবিড়ভাবে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মো. আবু হানিফা শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে ইউপি চেয়ারম্যান মো. আবু হানিফা উল্লেখ করেন, গত রোববার ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া সেতুর দক্ষিণ পাশে একা পেয়ে অশ্নীল ভাষায় গালাগাল করে কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়ে।

সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, কিছুদিন আগে হাসান মাহমুদ উচাখিলা বাজারে এক চায়ের দোকানে দিনের বেলায় গুলি করে আতঙ্কের সৃষ্টি করে। অবৈধ অস্ত্রধারী হাসান মাহমুদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং সুবিচারের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য আবেদন করেন ইউপি চেয়ার‌্যমান আবু হানিফা।

এদিকে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে বলা হয়, ২২ জানুয়ারি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে আবুল খায়েরকে আহ্বায়ক করে ৩৩ সদস্যের একটি কমিটির অনুমোদন দেয় জেলা যুবলীগ। ২৮ জানুয়ারি নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ র‌্যালি ও সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে যোগ দিতে হাসান মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেলে ঈশ্বরগঞ্জ কলেজ এলাকায় আসতেই ইউপি চেয়ারম্যান আবু হানিফার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল ভাংচুর করে আবু হানিফা তার (ছাত্রলীগ সাধারণ সম্পাদক) দিকে খুন করার উদ্দেশ্যে পিস্তল তাক করে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এসব মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সত্য নয়। ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে তার বিরুদ্ধে মিথ্যা জিডি করা হয়েছে। তবে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।

ওসি মো. বদরুল আলম খান বলেন, ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ সম্পাদকের পৃথক দুটি জিডি হয়েছে।

সূত্র-সমকাল

দেখা হয়েছে: 460
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪