|

বাগেরহাটে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময়

প্রকাশিতঃ ২:৩২ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাটঃ

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে বেতাগা ইউনিয়ন পরিষদের সাফল্য, কর্মতৎপরতা, পরিকল্পনা নিয়ে পারস্পরিক শিখন কর্মসূচীর সফল রুপায়ন নিয়ে মাগুরা জেলার প্রশাসন, ৪ইউএনও সহ ৩৬জন ইউপি চেয়ারম্যান ও ৩৬ সচিবদের নিয়ে মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহম্মেদ।

তিনি তার বক্তব্যে বলেন, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে কাজ করলে ইউনিয়নের সকল উন্নয়ন করা সম্ভব। এই ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্বপন দাশ, জনগনের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

সোনার বাংলা গড়তে হলে যেমন সোনার মানুষ প্রয়োজন, তিনি তেমনি একজন ভাল মানুষ। তার নতুন নতুন কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি সহ সকল কাজ আমাদের অনুকরণ করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য চেয়ারম্যান ও সচিবদের প্রতি আহবান জানান তিনি এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেহরহাট জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসালাম।

বিশেষ অতিথি ছিলেন ফকিরহাটের (ভারপ্রাপ্ত) ইউএনও প্রিয়াংকা পাল, মাগুরা সদর ইউএনও মোঃ আবু সুফিয়ান, মহম্মদপুর ইউএনও মোহম্মদ সাদিকুর রহমান, শালিখা ইউএনও সুমি মজুমদার, শ্রীপুরের (ভারপ্রাপ্ত) ইউএনও শিতেষ কুমার সরকার, বাগেরহাট জেলার ডিষ্টিক ফ্যাসিলিটেটর শ্যামল রায়।

সিআইজি ফোরামের সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, বেতাগা ইউনিয়ন মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম।

প্রশ্ন-উত্তর পর্বে বক্তব্য রাখেন, মাগুরার বিভিন্ন ইউপির চেয়ারম্যান যথাক্রমে মোঃ কবির হোসেন, আশরাফুল ইসলাম (বাবুল ফকির), আবুল কাশেম মোল্লা, মোঃ হুমায়ুনুর রশিদ (মুহিত), জাহাংগীর হোসেন, ইউপি সচিব মোঃ আক্তারুজ্জামান।

মতবিনিময় সভা শেষে আগত অতিথিবৃন্দরা সুপ্রিয় পানি সাপ্লায় কেন্দ্রে, অর্গানিক বেতাগা, কৃষি বিপনন ক্দ্রে ও নিজেস্ব অর্থায়নে নিমিত দুটি একাডেমিক ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুলি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, এ্যাডঃ হিটলার গোলদার, ইউপি সচিব আবু দাউদ, ১৪টি স্থায়ী কমিটির সভাপতি সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশিল সমাজের বিভিন্ন নেতৃবন্দরা উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 491
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪