|

সালিশের নামে ঘুষ নেয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিতঃ ১২:২৯ পূর্বাহ্ন | মার্চ ১৬, ২০১৮

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

সালিশের নামে একপক্ষ থেকে ঘুষ আদায়ের অভিযোগে চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঝালকাঠির আদালত। বুধবার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা মহিষকান্দি গ্রামের গৃহবধূ ছালেহা বেগমের দায়ের করা একটি নালিশি মামলা আমলে নিয়ে এ পরোয়ানা জারির আদেশ দেন।

অভিযুক্ত জাকির হোসেন ফরাজী চেয়ারম্যান ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ মামলায় অন্য আসামিরা হলেন, কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মো. হারুন হাওলাদার, খালেক মুন্সি এবং দক্ষিণ চেচরি গ্রামের কবির হোসেন বেপারি।

মামলা সূত্রে জনা যায়, কাঁঠালিয়া উপজেলার চেচরিরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের মো.বারেক ডাকুয়ার সঙ্গে একই বাড়ির আবুল কালাম ডাকুয়া ও সেলিম ডাকুয়ার সঙ্গে জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য চেয়ারম্যান জাকির হোসেন বারেক ডাকুয়ার কাছ থেকে সালিশ মীমাংসা করার জন্য ২০ হাজার টাকা নেন।

কিন্তু সালিশ না করে দীর্ঘদিন ঘোরাতে থাকেন। কিছুদিন পর কালাম ডাকুয়া ও সেলিম ডাকুয়া বারেক ডাকুয়ার রোপণ করা মেহগনি, রেইনট্রি ও চাম্বল গাছের চারা কেটে নিয়ে যায়। গাছ কাটার বিষয়ে বারেক ডাকুয়া কাঁঠালিয়া থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ইউপি চেয়ারম্যান জাকির ফরাজী খবর পেয়ে জিডি করতে না দিয়ে বারেক ডাকুয়াকে ইউনিয়ন পরিষদে ডেকে আনেন এবং বারেক ডাকুয়াকে বলেন, আমার কাছে জিজ্ঞেস না করে কেন থানায় জিডি করতে গেলি? আমি সালিশ করে দেব আমাকে আরও ৩০ হাজার টাকা দিতে হবে।

তখন বারেক ডাকুয়ার ছেলে জালাল ডাকুয়া জাকির ফরাজীকে বলে, আপনি আগে সালিশের কথা বলে ২০ হাজার টাকা নিয়েছেন এখন আবার ৩০ হাজার টাকা ঘুষ চাচ্ছেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে জাকির ফরাজী পাহাড়ি বেতের লাঠি দিয়ে জালাল ফরাজীকে পিটিয়ে পদদলিত করে এবং শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে। একপর্যায়ে চেয়ারম্যান জাকির ফরাজী ও অন্যান্য আসামিরা জালালের বাবা বারেক ফরাজী এবং মা ছালেহা বেগমকেও মারধর করে।

এ সময় তাদের কাছ থেকে সাতটি রেফ কাগজে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে প্রাণে বাঁচতে চাইলে বাড়িঘরের মায়া ত্যাগ করে অন্যত্র চলে যাবি বলে হুমকি দেয়। অন্যত্র চলে না গেলে ইয়াবা দিয়ে পুলিশে দেয়ারও হুমকি দেয়। এ ঘটনার পর জালাল ফরাজীকে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৩ মার্চ জালাল হাসপাতাল থেকে ছাড়া পেলে তার মা ছালেহা বেগম বাদী হয়ে বুধবার আদালতে আটজনের নামে নালিশি অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং চারজনের বিরুদ্ধে সমন জারি করেন।

এছাড়া চেচরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়য়ন আওয়ামী লীগ সভাপতি জাকির জাকির হোসেন ফারাজীর বিরুদ্ধে চেচরিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান ও ছাত্রছাত্রীদের মারধর, চিহ্নিত ডাকাতদের ভালো মানুষ হিসেবে প্রত্যয়নপত্র দেয়া এবং হাটবাজারের সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ রয়েছে।

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪