|

যুবরাজ সিং অবসর নিয়ে মুখ খুললেন

প্রকাশিতঃ ২:১০ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

অনলাইন বার্তাঃ

ক্রিকেট মহলে যুবরাজ সিংকে নিয়ে কৌতূহলের শেষ নেই। বিশেষ করে তার অবসর নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। তবে এ ব্যাপারে এবার নিজেই মুখ খুললেন বাঁহাতি এই অলরাউন্ডার। জানিয়ে দিলেন, ২০১৯ পর্যন্ত ক্রিকেট খেলে তার পর অবসরের কথা ভাববেন তিনি।

সামনেই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যুবরাজের চোখ এখন আইপিএলের দিকেই। যুবি বললেন, ‘‘আমি আইপিএলে ভাল খেলার জন্য মুখিয়ে রয়েছি। আইপিএল আমার জন্য গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টেই স্থির করে দেবে, আমি ২০১৯ পর্যন্ত খেলব কি না। ক্রিকেটের যে পর্যায়েই হোক না কেন, আমি ২০১৯ সাল পর্যন্ত খেলতে চাই। তার পর অবসরের বিষয়ে সিদ্ধান্ত নেব।’’

মৃত্যুঞ্জয়ী যুবরাজ বলছেন, ‘‘আমার কেরিয়ারের প্রথম ৬-৭ বছরে টেস্ট দলে বিশেষ সুযোগ পাইনি। কারণ, তখন দলে একাধিক ভাল ক্রিকেটার ছিলেন। পরে যখন সুযোগ পেলাম, তখনই আমার ক্যানসার ধরা পড়ল। তাই সারাজীবন আফসোস থাকবে।’’

উল্লেখ্য, ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবি এখন আর জাতীয় দলে নিয়মিত নন। ২০১৭ সালের জুন মাসে শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপে যুবরাজের দলে জায়গা পাওয়া কঠিন।

দেখা হয়েছে: 453
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪