|

আজ থেকে ২২ দিন ইলিশ নিধন বন্ধ

প্রকাশিতঃ ১০:৫৩ অপরাহ্ন | অক্টোবর ১৪, ২০২০

আজ থেকে ২২ দিন ইলিশ নিধন বন্ধ

মো. মহসিন রেজা, শরীয়তপুর: ইলিশের মাছের প্রধান প্রজনন মৌসুম শুরু হওয়ায় প্রতি বছরের মতো এবছরও আজ ১৪ অক্টোবর বুধবার থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষিদ্ধ করেছে ইলিশ নিধন।

এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, জাল নৌকা ট্রলারসহ মাছ শিকারের সরঞ্জাম নদী থেকে উঠিয়ে নিচ্ছেন জেলেরা।

অপরিকল্পিতভাবে জাটকা ও মা ইলিশ ধরার ফলে বিগত কয়েক বছর আগে দেশে কমে গিয়েছিল ইলিশের উৎপাদন। মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের তথ্যমতে, সারা বিশ্বে ইলিশের মোট আহরণের ৮০ শতাংশই বাংলাদেশে হয়।

উৎপাদন বাড়াতে, গত কয়েক বছরে সরকারের নানা পদক্ষেপের ফলে তা বেড়ে ৮৬ শতাংশে উন্নীত হয়েছে।

প্রতিবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণের মাধ্যমে সরকার নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ আহরণ, বিপণন, পরিবহন ও ক্রয়-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে।

এছাড়া সরকারের কড়া নজরদারি থাকলে আগামীতে ইলিশ সব শ্রেণির মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলেও মনে করছেন অনেকে।

দেখা হয়েছে: 535
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪