|

গোদাগাড়ীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহ উদ্বোধন

প্রকাশিতঃ ১০:১৯ অপরাহ্ন | ডিসেম্বর ০২, ২০১৯

গোদাগাড়ীতে উন্মুক্ত লটারীর মাধ্যমে আমন ধান সংগ্রহ

গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ মৌসুমে উন্মুক্ত লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছে থেকে আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টার সময় গোদাগাড়ী উপজেলা খাদ্য গুদামে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শিমুল আকতার। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য কর্মকর্তা বিকাশ চন্দ্র,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মির্জা জাকারিয়া প্রমূখ।

উল্লেখ্য উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে গত (২৬ শে নভেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০ আমন মৌসুমে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারীর উদ্বোধন করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

এবার আমন ধান ক্রয় মৌসুমে গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস হতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ২২ হাজার কৃষকের তালিকা গেছে। এদের মধ্যে উপজেলায় ২৫৫৮ মে.টন ধান ক্রয় করবে তাতে মাত্র ২৫৫৮ জন কৃষক ধান দিতে পারবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার আমন ধান ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহ চলবে।

দেখা হয়েছে: 598
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪