|

রাজারহাটে দেশী মাছের আকালে পাইকারি মাছ বাজারে নেই

প্রকাশিতঃ ১০:০০ অপরাহ্ন | জানুয়ারী ২৭, ২০১৯

এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে পাইকারি মাছ বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ। এতে ক্রেতা সমাগমও কম। আর সরবরাহ কমের কারণে মাছের দাম বাড়তি। তবে সংশ্লিষ্টদের আশা, দুই এক মাসের মধ্যে সরবরাহ বাড়বে।

রাজারহাট পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে বাজারে দেশী মাছ নেই বললেই চলে। বাজার দখল করে আছে চাষের পাঙ্গাশ, কই, তেলাপিয়াসহ বেশ কিছু মাছ। আছে দেশি প্রজাতির রুই, কাতলা, মাছ। চাষের মাছ কিছুটা কম হলেও দেশী মাছের বাজার চড়া।

প্রকারভেদে মাছের দাম ৫০ টাকা থেকে ১০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন,এ বছর রাজারহাটে বৃষ্টি ও বন্যা না হওয়ার কারণে বাজারে দেশী মাছের সরবরাহ নেই যার প্রভাব পড়েছে বাজারের অন্যান্য মাছের ওপর। অন্যদিকে ক্রেতারা বলছেন, বাজারে মাছের দাম বাড়তি হলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুম শুরু হয়েছে। এ সময় খাল-বিল শুকিয়ে যায়। বাজারে মাছের সরবরাহ কম। এতে দাম বেশী।

দেখা হয়েছে: 1060
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪