|

সৈয়দপুরে খাবার অযোগ্য ২০০ কেজি মহিষের কলিজা জব্দ

প্রকাশিতঃ ১০:৩৭ অপরাহ্ন | ডিসেম্বর ২৫, ২০১৯

সৈয়দপুরে খাবার অযোগ্য ২০০ কেজি মহিষের কলিজা জব্দ

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে খাবার অযোগ্য দুইশত কেজি মহিষের কলিজা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ( ২৪ ডিসেম্বর ) সৈয়দপুর বাসটার্মিনালে ঢাকা থেকে আসা একটি বাস থেকে এসব কলিজা উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে বাসটার্মিনালে মিথিলা পরিবহন থেকে এসব মহিষের কলিজার প্যাকেট জব্দ করা হয়। এ সময় সহকারী কমিশনার(ভুমি) পরিমল কুমার সরকার, ভ্যাটেনারী সার্জন রাশিদুল হক, স্যানিটারী পরিদর্শক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত কলিজার প্যাকেট উপজেলা পরিষদের পিছনে মাটির নিচে পুতে ফেলা হয়। ঢাকা থেকে সৈয়দপুরে এসব কলিজা পাঠানো হয় আরমান নামে এক ব্যবসায়ীর নামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুরের সহকারী কমিশনার(ভুমি)পরিমল কুমার সরকার বলেন, আরমান নামে যে ব্যক্তির কাছে প্যাকেট পাঠানো হয়েছে এগুলো তার নয় বলে তিনি জানিয়েছেন তাই সঠিক কোনো মালিককে চিহিৃত করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।

দেখা হয়েছে: 512
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪