|

অপহরণ ও হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৯:৪৫ অপরাহ্ন | সেপ্টেম্বর ২২, ২০১৯

অপহরণ ও হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রে আন্দোলনকারী নেতা আরিফুল ইসলাম এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর রবিবার কয়লাখনি বাজার এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন, এলাকাবাসী ও আন্দোলন পরিচালনা কমিটি।

সকাল সাড়ে ১০টায় সংগঠনের সাধারাণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে বড়পুকুরিয়া কয়লাখনি চত্তরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে, কয়লা খনি পুলিশ ফাড়ির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন, তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাংলাদেশ ট্রেইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নুর আলমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, “গত ১৪ নভেম্বর রাত্রী সাড়ে ৯টারদিকে কয়লা খনি এলাকা থেকে আন্দোলনকারী নেতা আরিফুল ইসলামকে সন্ত্রাসীরা অপহরন করে নিয়ে গিয়ে হত্যার চেষ্ঠা করে।

এ ঘটনায় আহত আরিফুল ইসলাম বাদী হয়ে গত ২০ নভেম্বর কয়লাখনি পুলিশ ফাড়িতে অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা হয়নি।” তাই তারা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন। নেতৃবৃন্দরা বলেন, তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে, তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। এসময় এলাকাবাসী ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘটনার বিষয়ে কয়লাখনি পুলিশ ফাড়ির ইনচার্জ সুলতান মাহমুদ এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অপহরণ ও হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

দেখা হয়েছে: 306
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪