|

ঈশ্বরগঞ্জে আইমিত্র কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ০৪, ২০২১

ঈশ্বরগঞ্জে আইমিত্র কেন্দ্রের উদ্বোধন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহ ধোপাখলাস্থ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজারে (বাসস্ট্যান্ড) সংলগ্ন শনিবার আইমিত্র কেন্দ্রের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গ্রামীণ চিকিৎসকদের চক্ষু চিকিৎসাসেবায় বিশেষ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে চক্ষু চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে স্থানীয় ভৌমিক মার্কেটে “আইমিত্র নয়ন অপটিক্যাল অ্যান্ড মেডিসিন কর্নার” এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান ফকির।

পরে আইমিত্র কেন্দ্রের পরিচালক নয়ন ভৌমিকের উদ্যোগে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ধোপাখলা হাসপাতালের রিফ্রেকশনিস্ট ও আইমিত্র কেন্দ্রসমূহের তদারককারী মো. আজিজুর রহমান। কবি জহিরুল ইসলাম ও স্বপন চকদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন হারুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হামিদুর রহমান ফকির।

মেম্বার পদপ্রার্থী মো. মুকতুল হকের সার্বিক সহযোগিতায় ও জান্নাতুন নাহার নূপুরের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোস্তফা চকদার, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. মজিবুর রহমান ফকির, সাবেক মেম্বার মো. আজিজুল হক প্রমুখ।

এসময় ইউপি সদস্য ইছব আলী, মেম্বার পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম, ব্যবসায়ী রাখাল ভৌমিক, নিতাই ভৌমিক, নজরুল ইসলাম, শুভাকাঙ্খী সুরুজ আলী মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 292
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪