|

ঈশ্বরগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক ভ্রাম্যমান কর্মশালা

প্রকাশিতঃ ১১:২৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০২০

ঈশ্বরগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন বিষয়ক ভ্রাম্যমান কর্মশালা

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক ভ্রাম্যমান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফার সঞ্চালনায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এ কর্মশালার উদ্বোধন করেন ইউএনও জাকির হোসেন।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন লাল-সবুজের জাতীয় পতাকা মানেই শুধু এক টুকরো কাপড় নয়। এ পতাকা আমাদের রাষ্ট্রের পরিচয়, আমাদের জাতীয়তা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এ পতাকার অবমাননা কোনো ভাবেই করা চলবে না।

এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল।

কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাইজবাগ ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ, মাইজবাগ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জনাব সাধন কুমার গুহ মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক প্রেসক্লাব সভাপতি সাংবাদিক টিটু প্রমুখ।

দেখা হয়েছে: 569
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪