|

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৭মার্চ উদযাপিত

প্রকাশিতঃ ৯:৪৪ অপরাহ্ন | মার্চ ০৮, ২০২১

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৭মার্চ উদযাপিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে প্রথমবারের মতো পালিত হয়েছে ‘ ঐতিহাসিক ৭ মার্চ’ জাতীয় দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কাউন্সিল বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে।

জাতীয় অনুষ্টানের সাথে সঙ্গতি রেখে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি , আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত করে কবিতা আবৃত্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ ঐতিহাসিক ৭ই মার্চের” ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রদত্ত ভাষণ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, সাইদুর রহমান স্বপন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামান।

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরগঞ্জে ৭মার্চ উদযাপিত

ব্যতিক্রমী আয়োজনের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ। সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থিয়েটার কল্যাণ সংস্থার শিল্পীদের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে ‘শতাব্দীর শ্রেষ্ঠ গল্প’ নাটিকা মঞ্চস্থ হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনকের প্রদত্ত ভাষণ এবং বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান মালার আয়োজনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন জানান, জাতীয় প্রোগ্রামের সাথে সম্বনয় রেখে অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশটি ছিল ব্যতিক্রম। প্রথম বারের মতো আয়োজিত অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেছে।

দেখা হয়েছে: 288
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪