|

ঈশ্বরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত

প্রকাশিতঃ ৯:৩৪ অপরাহ্ন | ডিসেম্বর ১২, ২০২১

ঈশ্বরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ পালিত হয়েছে। (১২ ডিসেম্বর) রোববার সকালে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভা। দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও পৌর সভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী কর্মসূচি অনুষ্টিত হয়।

ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধিকরণ, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টিতে উদ্ভুতকরণ, আইসিটি শিল্প বিকাশে গবেষণা ও উদ্ভাবনে উদ্ভুতকরণ, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে অনন্য অবদানের জন্য স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়ে থাকে।

“ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ” এ প্রতিপাদ্যের আলোকে রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যা্লে পুষ্পস্তবক অর্পণের পর বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে পৌরসভা চত্বরেও অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা হল রুমে আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন স্থানীয় সাংসদ ফখরুল ইমাম। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক আনিসুর রহমান।

একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন কৃষি কর্মকতা সাধন কুমার গুহ মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম মেহেদী, প্রভাষক সাইদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে ঈশ্বরগঞ্জ পৌর সভার উদ্যোগে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আব্দুল মোতালেব, হিসাব রক্ষক ভারপ্রাপ্ত রফিকুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

দেখা হয়েছে: 148
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪