|

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নীলকণ্ঠ সম্পাদক আতাউর

প্রকাশিতঃ ৭:৪০ অপরাহ্ন | ডিসেম্বর ২৫, ২০২০

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি নীলকণ্ঠ সম্পাদক আতাউর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার (সময়ের আলো), সাধারণ সম্পাদক আতাউর রহমান (ইনকিলাব) ও কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন (প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উক্ত তিনটি পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পস্তারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।

নির্বাচনে অন্যান্য পদের মধ্যে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় পদটি শূন্য রয়েছে এবং বাকী পদগুলোতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল (নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বিশাল (আলোকিত বাংলাদেশ), দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (সবুজ নিশান), কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম নয়ন (দৈনিক খবর) ও রতন ভৌমিক (আমাদের সময়)।

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ।

নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

দেখা হয়েছে: 356
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪