|

রাজারহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশিতঃ ৯:১২ অপরাহ্ন | মার্চ ০৭, ২০২১

রাজারহাটে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস ২০২১খ্রি: পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল ১০.৩০মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, ওসি মো: রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহের উদ্দিন ধনী, সাধারণ সম্পাদক আবুনুর মো: আক্তারুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড: জোবায়দুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো: শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস ছালাম মাস্টার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে চিত্রাংকন,কবিতা আবৃতিসহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। অপরদিকে ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ৭ই মার্চ উপলক্ষে জাতিরজনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের হলরুমে অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, বীর মুক্তিযোদ্ধা ডা: মাহবুবার রহমান।

দেখা হয়েছে: 317
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪