|

গঙ্গাচড়ায় আলো ছড়াচ্ছে পাবলিক লাইব্রেরি

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৪, ২০১৯

গঙ্গাচড়ায় আলো ছড়াচ্ছে পাবলিক লাইব্রেরি

আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় একমাত্র প্রতিষ্ঠান গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরি। উপজেলা জুড়ে ছিলনা কোথাও জ্ঞান অণ্ষোরমত কোন পাঠাগার বা লাইব্রেরি। এ অভাব পুরণে সকল জ্ঞান পিপাসুদের মনের চাহিদা পুরণে এগিয়ে আসে কয়েকজন শিক্ষিত তরুন যুবক।

চাঁদের আলোয় কয়েকজন যুবক নামে সামাজিক সংগঠনের ব্যানারে ২০১২ সালে প্রতিষ্ঠা করে গঙ্গাচড়া লাইব্রেরি। তরুণ এ যুবকরা একটি রুম ভাড়া নিয়ে নিজেদের অর্থায়নে লাইব্রেরির কার্যক্রম চালু করে। ক্রয় করে বিভিন্ন লেখকের বই, ম্যাগাজিন।

প্রতিদিন লাইব্রেরিতে থাকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকা। তাদের এ মহৎ উদ্যোগ ধীরে ধীরে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে পড়ে। বিকেল থেকে লাইব্রেরী বন্ধ পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ভরে যায় লাইব্রেরি।

কেউ তাদের পছন্দের বই, ম্যাগাজিন বা পত্রিকা পড়ছে। ছড়িয়ে পড়ছে জ্ঞানের আলো। তরুণ যুবকদের মহতি উদ্যোগের সফলতায় এগিয়ে আসে রংপুর পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ। তারা গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরিকে নিবন্ধিত প্রতিষ্ঠানে রুপদান করে।

এছাড়া লাইব্রেরির কর্ণধার তরুণরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে নিজেরাও এসেছে আলোচনায়। এর ফল স্বরুপ অর্জন করে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড। প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগি হিসেবে লাইব্রেরির পক্ষে তরুণরা প্রতিনিধিত্ব করছে।

প্রতিবারের ন্যায় এবারও মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে বই মেলার আয়োজন করে। পাশাপাশি ছোট শিশুদের নিয়ে চক স্লেটে বর্ণ পরিচয়, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শিখানোর ব্যাতিক্রমী আয়োজন সবার নজর কারে।

উপজেলা নির্বাহী তাসলীমা বেগম অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শিশুদের সাথে বর্ণ পরিচয় শিখনে অংশ নেন। তিনি বই মেলা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ধারা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

মোছাঃ মারুফা বেগম, marufa begom

দেখা হয়েছে: 443
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪