|

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশিতঃ ১০:৫২ অপরাহ্ন | মার্চ ১৭, ২০২১

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার দিন ব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত একতম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কর্মসূচির মধ্য ছিল সুর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন, মোনাজাত, দেয়াল পত্রিকা মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু এর মোড়ক উম্মোচন, কেক কাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচ।

প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া ও রাবিয়া বেগম, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম প্রমুখ।

সভা পরিচালনা করেন কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দিন ব্যাপী গঙ্গাচড়া বাজারের দোকান পাট বন্ধ রাখা হয়।

দেখা হয়েছে: 387
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪