|

গঙ্গাচড়ায় চলছে আ’লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ

প্রকাশিতঃ ৫:৪৬ অপরাহ্ন | জানুয়ারী ২৬, ২০১৯

সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর)
জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে সারাদেশ ব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের জন্য দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের আনাগুনা চোখে পড়ার মতো।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করতে ব্যস্ত নেতা-কর্মীগণ। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে ফরম সংগ্রহে থেমে নেই রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিনের পক্ষে আবেদন ফরম সংগ্রহ করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক।

একই সময় মনোনয়ন ফরম গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আধুনিক ইউনিয়ন পরিষদ গড়ার কারিগর, উপজেলা আওয়ামী লীগ এর দু:সময়ের কান্ডারী, বিশিষ্ট ঠিকাদার ও কোলকোন্দ ইউ,পি চেয়ারম্যান সোহরাব আলী রাজু, ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন আবেদন ফরম গ্রহণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাফিজার রহমান, বুলবুল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মারুফা বেগম, ক্ষ্যান্ত রানী রায় প্রমূখ।

মনোনয়ন আবেদন ফরম বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ গঙ্গাচড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইযেদুল ইসলাম মাষ্টার, লিয়াকত আলী, আওয়ামী লীগ সদস্য সোহরাব আলী রাজু, আশিকুর রহমান লিটন, লাইবুল ইসলাম লেবু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আল আমিন, যুবলীগের সদস্য চাঁন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, এবারের উপজেলা নির্বাচনে মনোনয়ন আবেদন ফরম কেন্দ্রীয় কমিটির দ্বারা যাচাই-বাছাই করে প্রার্থী মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপজেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়।

মোছাঃ মারুফা বেগম, marufa begom

দেখা হয়েছে: 908
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪