|

গৌরীপুর গণপাঠাগারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:২৪ অপরাহ্ন | অক্টোবর ১০, ২০২০

গৌরীপুর গণপাঠাগারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফ আহম্মেদঃ ময়মনসিংহ গৌরীপুর গণপাঠাগার এর সহযোগী প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মরহুম শাহ্ মোহাম্মদ আব্দুল লতিফ এর স্মরণে শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় পাঠাগারের স্টাডি রুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর গণপাঠাগার এর প্রধান পরিচালক অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর গণপাঠাগারের প্রতিষ্ঠাতা ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গৌরীপুর গণপাঠাগার এর নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর, মরহুমের স্ত্রী জাহানারা বেগম।

বক্তব্য দেন- গৌরীপুর গণপাঠাগার এর সহযোগী প্রধান পরিচালক সত্যেন দাস, গৌরীপুর অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান (অব.) অধ্যাপক আহসানুল হক, গণপাঠাগারের পরিচালনা পরিষদের সদস্য ও ইসলামাবাদ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. এমদাদুল হক, গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, সহযোগী প্রভাষক সেলিম আল রাজ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, গৌরীপুর গণপাঠাগারের পরিচালনা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল কদ্দুছ, পরিচালক (সংগঠন) আব্দুল আল মামুন, পরিচালক (অনুষ্ঠান) আমিরুল মোমেনীন, পরিচালক (দপ্তর) শহীদুল্লাহ্ হুমায়ুন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল মনসুর, মরহুমের একমাত্র ছেলে ব্যাংকার এস এম জাহিদ হাসান, পাঠাগারের সদস্য প্রভাষক মোখলেছুর রহমান, আব্দুস সালাম, শিল্পী বেগম ও মরহুমের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর গণপাঠাগার এর পরিচালক (অর্থ) সাংবাদিক আরিফ আহম্মেদ।  আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২০ এপ্রিল গৌরীপুর গণপাঠাগার এর সহযোগী প্রধান পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন।

দেখা হয়েছে: 344
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪