|

গৌরীপুর পৌরসভা মেয়র প্রার্থী হবির মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৯:০০ অপরাহ্ন | ডিসেম্বর ০২, ২০২০

গৌরীপুর পৌরসভায় মেয়র প্রার্থী হবির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার॥ ময়মনসিংহ গৌরীপুর বোকাই নগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বুধবার (২ ডিসেম্বর) ইউনিয়নের কৃতি সন্তান সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি’র আসন্ন পৌরসভা নির্র্বাচনে গৌরীপুর পৌর সভায় মেয়র প্রাথীর্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মিরিকপুর মডেল হাই স্কুল প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোসলেম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা ্ওয়ামীলীগের সহ-সভাপতি গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: রুহুল আমীন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন জুয়েল,
বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিব, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাবেক সাধারণ সম্পাদক এম এম জিল্লুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক , ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

আলোচনায় বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে শফিকুল ইসলাম হবির পক্ষে আন্তরিকভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

গৌরীপুর পৌরসভায় মেয়র প্রার্থী হবির মতবিনিময় সভা

বোকাইনগর ইউনিয়নের কৃতি সন্তান, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য, গৌরীপুর পৌর সভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি বলেন- আমি বোকাইনগর ইউনিয়নের সন্তান হিসেবে সবসময় গর্বিত। গৌরীপুর পৌরসভার ভোটারদের একটা বৃহৎ অংশ বোকাইনগরের মানুষ।

আমি আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রত্যাশী একজন মেয়র প্রার্থী। এর পূর্বেও আমি আপনাদের সহযোগিতায় জামায়াত-জোটা সরকারের আমলে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, কোন বাঁধাই তখন আমাকে আটকাতে পারেনি, আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্যই তা সম্ভব হয়েছিলো।

এবার বিভিন্ন সংস্থার মাঠ জরিপে আমি এগিয়ে আছি। দেশের অনেক গুরুত্বপূর্ণ দপ্তরে বোকাইনগরে অনেক কৃতি সন্তান রয়েছেন, আমি সকলের সহযোগিতা চাই। তিনি আরো বলেন- আমি আপনাদের সন্তান আমার প্রতি যদি কারো কোন রাগ অভিমান থেকে থাকে আমি এই সমাবেশে ক্ষমাপ্রার্থনা করছি।

দেখা হয়েছে: 373
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪