|

ড্রামের ভেতর ৩৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ ৯:১২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০২০

ড্রামের ভেতর ৩৬২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল রানা, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় ৩৬২বোতল ফেনসিডিল সহ মোস্তাকিন বিল্লাহ ওরফে লালটু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজারস্থ পাকা রাস্তার পশ্চিমে আমজেদ গাজী এর দোতলা বিল্ডিং এর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় থামানো একটি পিকআপ থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়।

আটক মোস্তাকিন বিল্লাহ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাকনা গ্রামের মাফুয়ার রহমানের ছেলে ও বর্তমানে বাকড়া বাজারের আমজেদ গাজির ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) শেখ শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই (নিঃ) মিজানুর রহমান, এএসআই (নিঃ) নিয়ামুল হোসেন ঝিকরগাছা থানাধীন বাঁকড়া বাজারস্থ পাঁকা রাস্তার পশ্চিমে আমজেদ গাজী এর দোতলা বিল্ডিং এর উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় অভিযান চালায়।

এসময় থামানো একটি পিকআপ, যাহার রেজিঃ নম্বর-যশোর-ন-১১-১১৬৯ এর উপর রাখা দুইটি নীল রংয়ের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৬২ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোস্তাকিন পালিয়ে যায়।

পরবর্তীতে সোমবার রাতেই ঝিকরগাছা থানাধীন নাভারণ পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাহার বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি এর খিলগাঁও থানার মামলা নং-১৬/১৬, তারিখ- ০৮/০১/২০১৮;  ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)/২৫ মামলা রহিয়াছে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা নং-৩২, তারিখ-২৪/০২/২০২০ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হইয়াছে।

দেখা হয়েছে: 365
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪