|

গঙ্গাচড়ায় কৃষকের স্বপ্নে হানা তিস্তার সেচ ক্যানেলের পানি ঢুকে

প্রকাশিতঃ ৮:০০ অপরাহ্ন | জানুয়ারী ২৩, ২০১৯

সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় চলতি বোরো মৌসুমে বাগপুর ভক্তা দোলার জমিতে সদ্য রোপনকৃত বোরো ধানের চারায় তিস্তা সেচ ক্যানেলের পানি ঢুকে কৃষকের স্বপ্নে হানা দিয়েছে। গত ৪ দিন ধরে প্রায় ৫০ একর জমিতে রোপনকৃত চারাগুলো পানিতে তলিয়ে থাকায় কৃষকের স্বপ্ন নষ্ট হওয়ার উপক্রম।

ক্ষতির জন্য কৃষকগণ ওই ক্যানেলের দায়িত্বে থাকা রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীকে দায়ি করেছে। কৃষকগণ ক্ষতি পুরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।

কৃষকগণ জানান, উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর ভক্তা দোলায় চলতি বোরো ধানের চারা রোপন করে। ওই দোলায় তিস্তা সেচ ক্যানেল রয়েছে। গত রবিবার সকালে ক্যানেলের পানিতে প্রায় ৫০ একর বোরো চারা তলিয়ে যায়। পানি নেমে যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় গত ৪ দিন ধরে চারাগুলো পানিতে তলিয়ে আছে।

পানিতে তলিয়ে থাকার ফলে মোস্তাফিজারের ১ একর, আব্দুর রশিদের ৪ একর, আব্দুল মজিদের ১ একর, কাফির দেড় একর, রিপনের ২ একর, ময়েনের ২ একর, রেজ্জাকের ৫ একর, আব্দুল মিয়ার ১ একর, হাছেন আলীর দেড় একর, তালেবের ১ একর, লাল, লাবলুর ২ একর, আলালের ১ একর, হযরতের ২ একর, তোজাম্মেলের ২ একর, ছোলেমানের ৩ একর ও খয়বর, নাড্ডা, অলেপ, এনদাজ, ফজলু, আব্দুর রহমান, বেঞ্জু, আলম মুন্সি, মকবুল, নুরল হকসহ আরো অনেক কৃষকের প্রায় ৫০ একর জমির রোপনকৃত চারা নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষক রিপন, রশিদ, মজিদ, ময়েন, রেজ্জাক, হাছেনসহ অনেকে জানান, সেচ ক্যানেলের দায়িত্বে থাকা রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (ং.ড়) বরকত আমিন আমাদের না জানিয়ে নিজের ইচ্ছামত গত শনিবার রাতে ক্যানেলের পানি ছেড়ে দেয়। পানি বের হওয়া পয়েন্ট বন্ধ থাকায় ক্যানেল ভরাট হয়ে ভেঙে রোপনকৃত বোরো চারা তলিয়ে যায়।

আমরা রবিবার সকালে জমিতে ধানের চারা তলিয়ে যাওয়ায় এস,ও’র বরকতের সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু তিনি আমাদের ব্যাপারে কোন সাড়া দেন নাই। ক্ষতির জন্য তাকেই দায়ি করে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে ক্ষতি পুরণের দাবি করছি। এ ব্যাপারে এস.ও বরকত আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

মোছাঃ মারুফা বেগম, marufa begom

দেখা হয়েছে: 607
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪