|

ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে আরো ৫টি ব্রিগেডের উদ্বোধন

প্রকাশিতঃ ২:৪১ অপরাহ্ন | সেপ্টেম্বর ১১, ২০১৮

ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে আরো ৫টি ব্রিগেডের উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধের লক্ষে গঠিত হলো আরো ৫টি ব্রিগেড টিম। এ নিয়ে উপজেলার ১২টি ইউনিয়নের ২৪টি বিদ্যালয়ে ২৪টি ব্রিগেড টিমের সদস্য হলো ২৪৭জন । এর আগে ১৯টি ব্রিগেড টিমে সদস্য ছিল ১৯৭জন।

গতকাল সোমবার স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় আরো ৫টি বিদ্যালয়ে নতুন ব্রিগেড টিমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫টি ব্রিগেড টিমের ৫০জন সদস্যদের মাঝে বাই সাইকেল, ইউনিফর্ম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন, অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ব্রিগেড সমন্বয়কারী রতন সরকার, রফিকুল আলম প্রমূখ।

ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে আরো ৫টি ব্রিগেডের উদ্বোধন

এর আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান উপজেলার সুধীজন, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য; ত্রিশাল উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপনসহ ৫জন কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রাপ্ত পদকের সাথে ১লক্ষ করে ৫লক্ষ টাকা উপহার পান। ওই ৫লক্ষ টাকা আরো ৫টি ব্রিগেড টিম গঠনের জন্য তারা অনুদান প্রদান করেন।

দেখা হয়েছে: 493
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪