|

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে-মসিক মেয়র টিটু

প্রকাশিতঃ ১:৩০ অপরাহ্ন | ডিসেম্বর ১৬, ২০২১

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে-মসিক মেয়র টিটু

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, বাঙ্গালীর সকল আন্দোলনে যে সংগঠন নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আওয়ামীলীগের নেতৃত্বেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

এ দেশের কতিপয় স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। হত্যার পর ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় এসে পাকিস্তানি ভাব ধারায় দেশ চালাতে শুরু করে। বিকৃত ঘটায় মুক্তিযুদ্ধের ইতিহাসে।

দীর্ঘ বছর পর পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোযোগ দেয়। দেশ যখন সার্বিক দিকে এগিয়ে বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছে ঠিক তখন ষড়যন্ত্রকারীরা আবার দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধায় ময়মনসিংহ নগরীর ছোটবাজার মুক্তিযোদ্ধা সরণি’র মুক্ত মঞ্চে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসন আয়োজিত ময়মনসিংহ মুক্ত দিবস ও মহান বিজয় দিবসের ৬ষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: হারুন আল রশিদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভূইয়া, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ অধ্যক্ষ ড. এ.কে.এম. আব্দুর রফিক, মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্ল¬ু, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সংস্কৃতি সম্পাদক মোস্তফিজুর রহমান ভাসানী, ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কন্যা ডঃ সেলিনা রশিদ, জেলা কৃষক লীগ সভাপতি কৃষিবিদ আব্দুর রহিম মিন্টু, জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক এডভোকেট আজহারুল ইসলাম, মহানগর কৃষকলীগ সভাপতি এ.বি. সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর ছাত্রলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক তাফসিরুল আলম রাহাত, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ত্রিশাল উপজেলা আহবায়ক কবি মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সদস্য হুমায়ুন কবির নানক।

উপস্থাপনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল শামীম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

দেখা হয়েছে: 159
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪