|

গঙ্গাচড়ায় দেড় কোটি টাকার নকল ব্রান্ডরোলসহ আটক ১

প্রকাশিতঃ ৯:৪০ অপরাহ্ন | জুন ২৫, ২০২১

গঙ্গাচড়ায় দেড় কোটি টাকার নকল ব্রান্ডরোলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। উদ্ধারকৃত এসব ব্যান্ডরোলের মূল্য প্রায় দেড় কোটি টাকা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে উপজেলার গজঘণ্টা জয়দেব থেকে এসব জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হােসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল গজঘণ্টা জয়দেব গ্রামের খামারটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেয়। সেখানে জাল ব্যান্ডরােল পরিবহনের উদ্দেশ্যে ভ্যানে উঠানাের সময় তিন বস্তা জাল ব্যান্ডরােলসহ আশিকুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করা হয়।

অভিযানের সময় স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তিনটি বস্তায় ২৩ প্যাকেট নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। সব প্যাকেট মিলিয়ে ১১ হাজার ৫০০ পাতা হয়, অর্থাৎ ১৩ লাখ ৮০ হাজার পিস ব্যান্ডরোল। এসব ব্যান্ডরোলের বাজারমূল্য এক কোটি ৩৯ লাখ টাকা।

এ ঘটনায় নকল ব্রান্ডরোল কারবারি আশিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের কার্তিক মধ্যপাড়া গ্রামের, মৃত ওবায়দুল হকের ছেলে। আইনগত ব্যবস্থা গ্রহণে তাকে গঙ্গাচড়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি ফৌজদারি মামলা করা হবে। চলমান পরিস্থিতিতে সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নকল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গংগাচড়া মডেল থানার ওসি (তদন্ত) নুর আলম।

দেখা হয়েছে: 264
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪