|

পঞ্চগড়ে বাল্য বিবাহের শিকার নবম শ্রেণীর ছাত্রী

প্রকাশিতঃ ১০:১২ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৪, ২০১৯

তোফাজ্জল হোসেন, বোদা, পঞ্চগড়ঃ পঞ্চগড়ে বাল্য বিবাহের শিকার নবম শ্রেণীর এক ছাত্রী। বোদা পৌরসভার ৯নং ওয়ার্ডের আজিজুল ইসলাম মন্ডলের ৯ম শ্রেণী পড়ুয়া ময়নাকে (ছদ্দ নাম) গত সোমবার বাল্য বিয়ে রেজিষ্ট্রির মাধ্যমে এই বিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বোদা গার্লস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্রীকে আনুষ্ঠানিক ভাবে ধুমধাম করে বাল্য বিয়েটি সম্পন্ন করেন বোদা পৌরসভার কাজী ও লীলার মেলা দাখিল মাদরাসার সহকারী সুপার মাওঃ জহিরুল ইসলাম।বিয়েটি নিয়ে সুধী সমাজের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এব্যাপারে কাজী জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করেন। বাল্য বিবাহের প্রত্যেক্ষ স্বাক্ষী দেলোয়ার হোসেন জানান, বিয়েটি সাদা কাগজে পড়িয়েছেন কাজী জহিরুল।

তিনি আরো জানান, কাজী সাহেব বলেছেন এখনও মেয়ের বিয়ের সময় হয়নি। বিয়ের বয়স পুর্ণ হলে মুল রেজিষ্টারের অন্তর্ভক্ত করা হবে। লীলার মেলা দাখিল মাদরাসার সুপার মাওঃ আমানুল্লাহ জানান, বাল্য বিয়েটি কাজী সাহেব রেজিষ্ট্রি করিয়ে থাকলে তার দৃষ্টান্ত মুলক শাস্তি হওয়া উচিৎ।

দেখা হয়েছে: 649
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪