|

পীরগঞ্জে ক্ষতিগ্রস্থদের পাশে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সোমনাথ

প্রকাশিতঃ ৯:৫৬ অপরাহ্ন | অক্টোবর ৩১, ২০২১

পীরগঞ্জে ক্ষতিগ্রস্থদের পাশে ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সোমনাথ

এম এ আজিজ, ময়মনসিংহঃ রংপুরের পীরগঞ্জে ধর্মান্ধ মৌলবাদীদের হামলায় হিন্দুদের জ্বালিয়ে দেয়া বাড়িঘর শুক্রবার পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক ও গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোমনাথ সাহার নেতৃত্বে ময়মনসিংহের একটি প্রতিনিধি দল।

এ প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল। প্রতিনিধি দলে ময়মনসিংহের ধর্মসভার আর্য ধর্ম জ্ঞান প্রদায়িনী দুর্গাবাড়ি মন্দির কমিটির সম্পাদক শংকর সাহা, ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সহসভাপতি অধ্যাপক শ্যামল দত্ত।

পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণকালে রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের পাশে আমরা আছি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। পুরো দেশ আপনাদের সাথে রয়েছে।

পরিদর্শন শেষে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা বলেন, প্রতিটি বাড়িঘর পোড়ার ক্ষত-বিক্ষত চিহ্ন হৃদয়ে নিয়ে এখানকার মানুষ দাঁড়িয়ে আছে। ক্ষতিগ্রস্থ এলাকার আকাশে-বাতাসে এখনও পোড়া গন্ধ।

সোমনাথ সাহাকে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী-পুরুষ আবেগ-আপ্লুত হয়ে সেই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা জীবন বাঁচাতে ধানক্ষেতে আশ্রয় নেন। কেউ কেউ পুকুরের কচুরিপানায়ও জীবন বাঁচাতে লুকিয়ে থাকতে বাধ্য হন। তাদের আবেগতাড়িত বর্ণনা শোনে চোখের জল ধরে রাখতে পারেননি পরিদর্শনে আসা নেতৃবৃন্দও।

অতিথিবৃন্দের উপস্থিতিতে আমরা ভগবতীর সন্তান ও আরএমজি গ্রুপ ক্ষতিগ্রস্ত ৮২ টি পরিবারের নিকট নগদ অর্থ সহায়তা ও তিনটি মন্দিরের উন্নয়নের জন্য অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য যে, ১৭ অক্টোবর রাতে রংপুর জেলার পীরগঞ্জের উপজেলায় জেলে পাড়ায় ধর্মান্ধ মৌলবাদীরা সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়।

দেখা হয়েছে: 165
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪