|

পূর্বধলায় রাজাকারের তালিকা মজিবরসহ তিন মুক্তিযোদ্ধার নাম

প্রকাশিতঃ ৯:৫১ অপরাহ্ন | ডিসেম্বর ২০, ২০১৯

পূর্বধলায় রাজাকারের তালিকা মজিবরসহ তিন মুক্তিযোদ্ধার নাম

সাদ্দাম হোসেন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নেত্রকোনার পূর্বধলায় তিন ভাতাপ্রাপ্ত গেজেটেড মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অন্তভূক্ত করা হয়ে বলে অভিযোগ উঠছে।

তারা হলেন- সদ্য প্রকাশিত তালিকায় ১১৮ পৃষ্ঠার কলাম ২ (১) এ উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের আব্দুল মজিদ, পিতা সমর আলী, ১১৮ পৃষ্ঠার কলাম ৪ (১) এ উপজেলার লিনার গ্রামের জোয়াদ আলী, পিতা এয়ার হোসেন ও ১১৮ পৃষ্ঠার কলাম ৪ (৩) এ একই গ্রামের হান্নান, পিতা ইঞ্জিল।

তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের প্রকৃত তথ্যানুযায়ী পূর্বধলা উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের মোঃ মজিবর রহমান ওরফে আব্দুল মজিদ, পিতা সমর আলী, মুক্তিবার্তা নং ০১১৬০২০২৪৫ ভারতীয় তালিকা নং ১৪১৬২, উপজেলার লাউয়ারী গ্রামের জোয়াদ মিয়া, পিতা মৃত এয়ার হোসেন, মুক্তিবার্তা নং ০১১৬০২০২৩৯ ভারতীয় তালিকা নং ১৩৯৬০ ও একই গ্রামের আব্দুল হান্নান আকন্দ, পিতা ইঞ্জিল আকন্দ, মুক্তিবার্তা নং ০১১৬০২০২৩৮ ভারতীয় তালিকা নং ১৩৯৯৭।

এখানে উল্লেখ্য যে, প্রিন্টের ক্ষেত্রে মোঃ মজিবর রহমানের ক্ষেত্রে আব্দুল মজিদ, জোয়াদ মিয়ার স্থলে জোয়াদ আলী ও আব্দুল হান্নান আকন্দের স্থলে হান্নান হলেও তারা একই ব্যক্তি। এই নামে উক্ত গ্রামের অন্য কোন ব্যক্তি নেই। তাছাড়া জোয়াদ আলী ও হান্নানের গ্রাম লিনার উল্লেখ থাকলেও বাস্তবে উপজেলার লিনার নামে কোন গ্রাম নেই।

যুদ্ধাকালীন কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম তালুকদার বলেন, “তালিকা ভূক্ত তিন ব্যক্তিই প্রকৃত মুক্তিযোদ্ধা। তারা আমার সাথে ১৯৭১ সালের এপ্রিল মাসে বঙ্গবন্ধুর যাকে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহনের জন্য ভারতে চলে যান। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বি-৬ কোম্পানীর ২ নং প্লাটুনে (ফুলপুর, পূর্বধলা ও নেত্রকোণার পশ্চিমাংশ) স্বশস্ত্র যুদ্ধে অংশগ্রহন করেন। বর্তমানে মজিবর রহমান বেঁচে থাকলে মুক্তিযোদ্ধা জোয়াদ আলী ও হান্নান আকন্দ জীবিত নেই।”

প্রাক্তন কমান্ডার আলকাছ উদ্দিন ও মোঃ নিজাম উদ্দিন বলেন, “মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আওতায় পূর্বধলার এই তিন মুক্তিযোদ্ধা নিয়মিত ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তাদের নাম রাজাকারের তালিকা দেখে তাদের স্বজন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, রাজাকারের তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে জরুরী সংশোধনের জোড় দাবি জানাই।”

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম বলেন, পূর্বধলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সচিব বরবর একটি স্মারকলিপি পেয়েছি। দ্রুত নাম সংশোধনের জন্য নেত্রকোণা জেলা প্রশাসক মহোদয়কে পাঠিয়ে দিয়েছি।

দেখা হয়েছে: 747
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪