|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন-সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিতঃ ৯:৪৭ অপরাহ্ন | নভেম্বর ০৬, ২০১৮

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি:

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, খালেদা জিয়ার সরকার দেশটাকে ধ্বংস করে গেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। সোমবার (৫ নভেম্বর) বিকালে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড়ে শহরের বাইপাস সড়কের সংস্কার ও সম্প্রাসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

আসাদুজ্জামান নূর বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ কোনও ক্ষেত্রে বিন্দুমাত্র উন্নয়ন ঘটেনি। তবে তারা উন্নয়ন ঘটিয়েছেন নিজেদের ভাগ্যের। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে গত ১০ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার। মানুষের অর্থনৈতিক পরিবর্তন ঘটেছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে।

নীলফামারী জেলায় যে উন্নয়ন হয়েছে তাতে প্রধানমন্ত্রীর কাছে আর কোনও উন্নয়ন প্রকল্প চাওয়ার মতো নেই। সর্বনাশা মঙ্গাকে দূর করতে উত্তরা ইপিজেড, নার্সিং ইনস্টিটিউট, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসিআই, একশ শয্যার হাসপাতাল আড়াইশ শয্যায় উন্নীতকরণ, ডায়াবেটিক হাসপাতাল, রাস্তাঘাট, আন্তর্জাতিক মানের শেখ কামাল স্টেয়িাম, পুল-কালভার্টের আমূল পরিবর্তন ও সর্বশেষ মেডিক্যাল কলেজ সহ অনেক কিছুই জেলার মানুষের জন্য উপহার দিয়েছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে।

নীলফামারীর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ২৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে আট কিলোমিটার শহর বাইপাস সড়কটি সংস্কার ও ১২ ফুট থেকে ১৮ ফুট প্রশস্ত করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ বিভাগ।

এর আগে একইদিনের দুপুরে মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীলফামারী-সৈয়দপুর সাড়ে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে জমি অধিগ্রহণের ৩ কোটি ১৫ লাখ ৫হাজার ৬৮৪ টাকার চেক তুলে দেন ভূমি মালিকদের হাতে তিনি।

জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।

দেখা হয়েছে: 658
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪