|

ফুলপুরে নিখোঁজ সেই চার বোন গাজীপুর থেকে উদ্ধার

প্রকাশিতঃ ৩:৩৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৭, ২০২০

ফুলপুরের নিখোঁজ সেই চার বোন গাজীপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে একই পরিবারের চার কন্যা নিখোঁজের ৪ দিন পর বুধবার রাতে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরের সেতারা এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় । এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে পুলিশ।

পুলিশ ফুলপুর থানার পৃথক জিডি সুত্রে জানা গেছে, ফুলপুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিার্থী পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের মেয়ে আফসানা খাতুন (২১), তার বোন বাট্টা কওমী মাদ্রাসার ছাত্রী সুমাইয়া খাতুন (১৩), তাদের চাচা তাজুল ইসলামের মেয়ে সানজিদা খাতুন (১৯) এবং অপর চাচা নিজামমুদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত ইশাত (২০) গত ২২ শে ফেব্রুয়ারী সকাল আনুমানিক সাড়ে নয়টায় কলেজে কোচিং করার কথা বলে বাড়ি থেকে বের হয়।

পরবর্তীতে এ চার চাচাতো বোন আর বাড়ি ফিরে না এলে তাদের মা-বাবা ও পরিবারের লোকজন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোজ নেন। এই চার বোনের সন্ধান কোথাও না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারী সোমবার আফসানা ও সুমাইয়ার পিতা মিজানুর রহমান ফুলপুর ফুলপুর থানায় জিডি নং ৯৬১ দায়ের করেন। অপরদিকে মিফতাহুল জান্নাত ইশাতের পিতা নিজামুদ্দিন পৃথক আরেকটি জিডি নং ৯৬০ দায়ের করেন।

এর আগে একই পরিবারের ৪ কন্যা নিখোঁজের খবরে পুলিশ সুপার মোহাঃআহমার উজ্জামানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ফুলপুর সার্কেলের সিনিয়র এএসপি দীপক চন্দ্র মজুমদার, ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শাহ কামাল আকন্দ, ফুলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনসহ অন্যান্য তথ্য সংগ্রহ করেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা বলে, স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে স্বইচ্ছায় চলে আসি।

দেখা হয়েছে: 544
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪