|

উখিয়া সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

প্রকাশিতঃ ৮:২১ অপরাহ্ন | মে ০৭, ২০২০

বন্দুকযুদ্ধে

উখিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে পালংখালীর রহমতেরবীল সীমান্তে এঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

নিহত মো. সাদেক (২২) উখিয়ার বালুখালী ৮নং ক্যাম্পের মৃত আবদুল জলিলের ছেলে এবং সে মাদককারবারি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াবার একটি চালান বাংলাদেশে ঢুকাচ্ছে ইয়াবা কারবারিরা এমন খবর পেয়ে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি চালায় ইয়াবা কারবারিরা। বিজিবিও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের গুলিবিদ্ধ দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দেখা হয়েছে: 320
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪