|

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিতঃ ১০:১৪ অপরাহ্ন | ডিসেম্বর ২৯, ২০১৯

ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সংগঠনটির অবদান শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার পিতাম্বর পাড়া হোসাইনিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার মাঠে সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। এসময় সংগঠনের নেতারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া মহাসচিবের মাধ্যমে সরকারের কাছে তুলে ধরেন।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় শাখার মহাসচিব অধ্যক্ষ সাব্বির আহমেদ মোমতাজি।

সম্মেলনটি সকাল ১০টায় উদ্বোধন করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ডা. ইদ্রিছ খান।

পরে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. জমির উদ্দিন খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় শাখার সহকারী মহাসচিব মাও. মো. নুমান আহাম্মদ, নেত্রকোণা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল বাতেন, ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহাব মাদানী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মতিউর রহমান, নান্দাইল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল মুনসুর, গৌরীপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল আলী খান, ফুলপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ,কে,এম জালাল উদ্দিন, হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মাও. মো. আকবর আলী, ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি মাও. শফিকুল আলম, ভালুকা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম নুরী, তারাকান্দা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল জলিল আকন্দ, ত্রিশাল উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. এ,কে,এম আব্দুল মান্নান সহ বিভিন্ন মাদ্রাসার প্রধানগন।

বেলা ২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্ম বিষয়ক আলোচনা করেন রাজবাড়ি থেকে আগত অধ্যক্ষ আবুল এরশাদ মো.সিরাজুম্মুনির, রসুলপুর দরবার শরীফের পীর মাও. মুফতি মো. শহিদুল্লাহ।

দেখা হয়েছে: 604
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪