|

বাবার পিস্তল চুরি করে মাদকাসক্ত ছেলের ঘরের ভেতরে ফাঁকা গুলি

প্রকাশিতঃ ১০:৪০ অপরাহ্ন | অগাস্ট ৩১, ২০২১

রূপগঞ্জে বাবার পিস্তল চুরি করে মাদকাসক্ত ছেলের ঘরের ভেতরে ফাঁকা গুলি

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাবার বৈধ পিস্তল চুরি করে শামীম (৩০) নামে এক মাদকাসক্ত ছেলে ফাঁকা গুলিয়ে চালিয়েছে। পিস্তল উদ্ধারে বাড়িটি অবরূদ্ধ করে রেখেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকাসক্ত শামীমের বড় সেলিম জানান, তারা বাবা রফিকুল ইসলাম সুপ্রীম কোর্টের একজন আইনজীবি। তার ভাই শামীম একজন মাদক সেবী। সে মাদক সেবন করতে টাকা চেয়ে প্রায় বাড়িতে ভাংচুর চালাতো। গত দুইদিন ধরে বাবা রফিকুল ইসলাম তার রেজিস্ট্রি করা পিস্তলটি খুজে পাচ্ছিলেন না। নানা স্থানে খুজাখুজি করেও তিনি পিস্তলটি খুজে পায়নি।

গত একমাস ধরে শামীম ও তার বাবা রফিকুল ইসলামের মাঝে ঝগড়া চলছিল। তিনতলা বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষে দরজা বন্ধ করে দুইদিন ধরে শামীম বসে ছিল। সে বাড়ির কারো সাথেই কথা বলেনি।

গত শনিবার রাত ১১ টার দিকে শামীম একটি ফাঁকা গুলি ছুড়ে। পরে পরিবারের সকল সদস্যরা আতঙ্কিত হয়ে পড়লে পুলিশকে খবর দেয়।

রবিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও রূপগঞ্জ থানা পুলিশ শামীমকে কক্ষ থেকে পিস্তলসহ বের করে আনতে চেষ্টা করতে যায়। এসময় পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের কক্ষের ভেতরে ঢোকার চেষ্টা দেখে শামীম ফাঁকা গুলি চালায়। পুলিশ বাহিনী সদস্য বাড়িটিকে ঘিরে রেখেছে। বিকেল ৫ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক চেষ্টা করেও মাদকাসক্ত শামীমকে বদ্ধ কক্ষ থেকে উদ্ধার ও পিস্তল উদ্ধার করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, শামীম নামে এক যুবক তার বাবার পিস্তল নিয়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে আসে। পুলিশ চেষ্টা করেও তাকে ওই কক্ষ থেকে বের করতে পারেনি। পিস্তলসহ শামীম ওই কক্ষ থেকে বের করে আনতে ঢাকার সোয়াট টিমকে খবর দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোয়াট টিম ঘটনাস্থলে এসে পৌছেঁনি। এদিকে, শামীমের ছুড়া ফাঁকা গুলির শব্দে আশপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

দেখা হয়েছে: 224
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪