|

বেনাপোলে মার্কিন ডলারসহ ভারতীয় যাত্রী আটক

প্রকাশিতঃ ৬:৫৭ অপরাহ্ন | অগাস্ট ০৭, ২০১৮

বেনাপোলে মার্কিন ডলারসহ ভারতীয় যাত্রী আটক

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাচারের সময় ৪০ হাজার মার্কিন ডলারসহ জিসান শেখ (৩৫) নামে ভারতীয় এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পার হওয়ার পর প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। আটক পাচারকারী ভারতের ২৪ পরগণার ইকবালপুর এলাকার মোশারফের ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, সকালে ওই যাত্রী ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আসেন। পরে ব্যাগেজ তল্লাশির কাজ শেষে পার হওয়ার পথে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যদের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করেন। এক পর্যায়ে ওই যাত্রী তার পায়ে জুতার মধ্যে ৪০ মার্কিন ডলার থাকার কথা স্বীকার করেন।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস গোয়েন্দা অফিসের রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আটক বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

দেখা হয়েছে: 449
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪