|

বেনাপোল সীমান্তে কাভার্ডভ্যান ভর্তি ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

প্রকাশিতঃ ৯:১৬ অপরাহ্ন | জুলাই ০১, ২০১৯

বেনাপোল সীমান্তে কাভার্ডভ্যান ভর্তি ফেনসিডিলসহ চালক-হেলপার আটক

শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ৩৩৩ বোতল ফেনসিডিলসহ কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার দুপুরে বেনাপোল বন্দরের ৬নং গেটের সামনে থেকে কাভার্ডভ্যানসহ তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন-চালক আলী আকবার (৩০) বেনাপোল পোর্ট থানার নারায়নপুর নতুনপাড়ার মুছা গাজীর ছেলে ও হেলপার আব্দুর রহিম (৪০) একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ -পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল বন্দরের ৬ নং গেটের সামনে (ঢাকা মেট্রো-ট-২২-২৯৬৮) একটি কাভার্ডভ্যানে ফেনসিডিলের একটি চালান বোঝাই নিয়ে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উক্ত কাভার্ড ভ্যানটি আটক করা হয়। পরে ক্যাবিনের ভিতর চালকের সিটের পিছনে রক্ষিত টুলবক্স থেকে অভিনব কায়দায় সাজানো ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ কাভার্ডভ্যানটি জব্দ করি। এসময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানা পুলিশে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে যশোর আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

দেখা হয়েছে: 436
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪