|

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ন | মার্চ ১০, ২০২১

মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের নান্দাইলে কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে শিক্ষক শফিকুল ইসলামকে (৪৫) সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন।

তিনি বলেন, নান্দাইল পৌর শহরের বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার নূরানি বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেনকে (১১) পড়া না পাড়ার কারণে বাঁশের তৈরি বেত দিয়ে শারীরিক নির্যাতন করে শিক্ষক শফিকুল ইসলাম। সাব্বির পৌর শহরের কাটলিপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সকালে পড়া ভুল হওয়ার কারণে শিক্ষক সাব্বিরকে মারপিট করে মাথা থেকে পা পর্যন্ত লালচে ফোলা দাগ করে।

পরে সাব্বিরের বাবা বিষয়টি অবহিত করলে মাদ্রাসায় গিয়ে শিক্ষককে বেতসহ আটক করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় দুপুরে শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার রোকনউদ্দীন আহামেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আলী ছিদ্দিক।

দেখা হয়েছে: 337
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪