|

ময়মনসিংহের ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সংবর্ধনা

প্রকাশিতঃ ৬:১৯ অপরাহ্ন | ডিসেম্বর ১১, ২০২১

ময়মনসিংহের ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানকে সংবর্ধনা

এম এ আজিজ, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

ইউনিয়নে ৯ নং ওয়ার্ডের সর্বস্তুরের মানুষের পক্ষে শুক্রবার সন্ধ্যায় সুহিলা বুধবারিয়া বাজার প্রাইমারী স্কুল মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। শুরুতে সংবর্ধিত অতিথি নব নির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন এলাকাবাসি।

নুর মোহাম্মদ মাক্কুর সভাপতিত্বে সাখাওয়াত হোসেন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাইদুল ইসলাম মেম্বার, রাজিয়া বেগম, নুরুল ইসলাম খান, আব্দুল কাইয়ুম, আব্দল জব্বার ফরাজী, মাহবুবুর রহমান (লিটন সরকার), আইয়ুব আলী, নিযাম উদ্দিন, আবু তাহের, রফিকুল ইসলাম আকন্দ, আবুল কালাম, আব্দুল খালেক প্রমুখ।

সভায় সংবর্ধিত অতিথি নবনির্বাচিত চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, আপনারা আমাকে দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরও বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আপনাদেও আর দেওয়ার কিছু নেই। এখন শুধুই পাওয়ার পালা। অতীতে জন্ম নিবন্ধনে ৫ শত থেকে দুই হাজার টাকা পর্যন্ত নেয়া হতো।

এছাড়া মাত্রারিক্ত ট্যাক্স ও ওয়ারিশান সনদে মোটা অংকের টাকা নেয়া হতো। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে ৫০ টাকায় জন্ম নিবন্ধন করা হবে। ওয়ারিশান সনদে কোন টাকা লাগবে না। ট্যাক্স সর্বনিম্ন করা হবে। তিনি আরো বলেন, অতীতে ভাতা প্রদানে কোন নিয়ম মানা হয়নি। প্রকৃতরা পায়নি।

যাদের সাথে আত্বীয়তা বা অন্য কোন সম্পর্ক রয়েছে কেবল তারাই এই সব ভাতা পেয়েছেন। এই সব ভাতা প্রাপ্তদেও তথ্য যাচাই করা হবে। পাওয়ার অযোগ্য হলে তাদের কার্ড বাতিল করে সুবিধা বঞ্চিতদেরকে দিতে চেষ্ঠা করব। কোন ধরণের ভাতা প্রাপ্তিতে কারো কোন টাকা পয়সা খরচ করতে হবেনা।

তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে সুবিধা বঞ্চিত অঞ্চলকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে কাজ করব। তিনি দৃঢ়তার সাথে বলেন, আমার এই সময়ে ইউনিয়নের সমুদয় রাস্তাকে পাকাকরণের চেষ্ঠা করব। এ জন্য আপনাদের সহযোগীতা প্রয়োজন।

উল্লেখ্য গত ২৮ নভেম্বর (৩য় ধাপে) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ময়মনসিংহ সদরের ঘাগড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী দুইবারের চেয়ারম্যান শাহজাহান সাজুকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে সাইদুর রহমান ঘোড়া প্রতীকে বিজয়ী হন।

দেখা হয়েছে: 154
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪