|

ময়মনসিংহে ইকবাল হত্যার রহস্য উদঘাটন॥ গ্রেফতারকৃত হেলিমের স্বীকারোক্তি

প্রকাশিতঃ ৯:৩৩ অপরাহ্ন | জুন ২৫, ২০২১

ময়মনসিংহে ইকবাল হত্যার রহস্য উদঘাটন॥ গ্রেফতারকৃত হেলিমের স্বীকারোক্তি

এম এ আজিজ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দার পলাশকান্দা গ্রামের আব্দুর রউফের ছেলে কলেজ ছাত্র শাহীনুর আলম ইকবাল (১৯) হত্যার রহস্য উদঘাটন হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অজ্ঞাতনামা এই হত্যার রহস্য উদঘাটন করে।

এ ঘটনায় জড়িত একই গ্রামের হাজী আব্দুল মান্নান ওরফে আদু বেপারীর ছেলে আব্দুল হেলিমকে বৃহস্পতিবার গ্রেফতারের পর ইকবাল হত্যার রহস্য উদঘাটন হয়।

গ্রেফতারকৃত ইকবাল নিজেকে জড়িয়ে হত্যার বিবরন দিয়ে শুক্রবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মাহবুব আক্তার এর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে। পারিবারিক বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড সংঘটিত হয়।

ডিবির ওসি শাহ কামাল জানান, গত ৩১ মে’২১ কলেজ ছাত্র শাহীনুর আলম ইকবাল রাত ১০টার দিকে খাবার খেয়ে পাশের দোকানে যায়। সেখান থেকে সে আর বাড়ী ফেরেনি। পরের দিন তারাকান্দা থানায় নিখোঁজ জিডি করে তার বাবা। ৫ দিন পর নিখোঁজ কলেজ ছাত্রের মৃতদেহ পলাশকান্দা একটি হাউজিং প্রজেক্টের সেফটি ট্যাংকির ভিতর থেকে উদ্ধার হয়।

এ ঘটনার মৃতের বড় ভাই সেলিম মিয়া অজ্ঞাতনামাদের বিরুদ্ধে তারাকান্দা থানায় হত্যা মামলা করেন। ওসি শাহ কামাল আরো বলেন, পারিবারিক কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে হেলিম আদালতে ও পুলিশের কাছে স্বিকার করেছে।

পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ, ময়মনসিংহ তদন্তকালে ঘটনার ২০ দিন পর আসামী আব্দুল হেলিমকে গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটিত হয়।

দেখা হয়েছে: 249
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪