|

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম

প্রকাশিতঃ ৭:৫৪ অপরাহ্ন | মার্চ ৩১, ২০২১

রংপুর সিটি কর্পোরেশন ঘেরাও কর্মসূচির আল্টিমেটাম

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের ঐতিহ্যবাহী সিটি বাজারের ৩৪ বৎসর থেকে উন্নয়ন না করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে সিটি বাজার ব্যবসায়ী কমিটি। বুধবার (৩১ মার্চ) সকাল ১১ টার দিকে সিটি বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোট বাবু। এসময় বক্তব্য রাখেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোস্তফা কামালসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

রংপুর সিটি বাজার উত্তরবঙ্গের একটি বৃহৎ বাজার যেখানে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। জলাবদ্ধতা, রাস্তা ভাঙা, ড্রেনেজ সমস্যা, পাবলিক টয়লেট, গাড়ি পার্কিংসহ বাজারটি নানা সমস্যায় জর্জরিত।

এ বিষয়ে শতাধিকবার রংপুর সিটি করপোরেশন এর মেয়র কে জানালেও কোন উন্নয়ন হয়নি কিংবা কোন উদ্যোগ নেয়নি। অথচ প্রতিবছর এই সিটি বাজার থেকে সিটি করপোরেশন প্রায় কোটি টাকা আয় করে। সেই আয় থেকে ৪০% উন্নয়নে ব্যয় করলে কোন সমস্যাই থাকার কথা না।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরের অসহযোগীতার কথা উল্লেখ করা হয়। সেই সাথে আগামী ৫ এপ্রিল সিটি করপোরেশন ঘেরাও ও ৭ এপ্রিল সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাজার বন্ধ রাখার ঘোষণা করা হয়।।

দেখা হয়েছে: 333
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪