|

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিতঃ ১২:৫০ পূর্বাহ্ন | অক্টোবর ২৮, ২০২০

প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে লক্ষ্মীপুরের সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, শীঘ্রই সারাদেশে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করবে বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রকৃত সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও হলুদ সাংবাদিকতা প্রতিরোধে এ উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সচিব মো. শাহ্ আলম। এসময় পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে গণমাধ্যম, মুক্তিযুদ্ধ ও দেশের ইতিহাস বিষয়ক বিভিন্ন বই লক্ষ্মীপুর প্রেসক্লাবকে উপহার দেয়া হয়।

দেখা হয়েছে: 251
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪