|

লক্ষ্মীপুরে পিংকু’র গাড়ি ভাঙচুর মামলায় ৩৩ আসামী কারাগারে

প্রকাশিতঃ ৯:২২ অপরাহ্ন | অগাস্ট ০৮, ২০২১

লক্ষ্মীপুরে পিংকু'র গাড়ি ভাঙচুর মামলায় ৩৩ আসামী কারাগারে

মোঃ রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকুকে হত্যা-চেষ্টাসহ ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের মামলার এজাহারভূক্ত ৩৩ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (০৮ আগস্ট) দুপুরে কমলনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক জুয়েল দেব তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদি পক্ষের আইনজীবি এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বিষয়টি নিশ্চিত করে বলেন। আসামীরা স্বেচ্ছায় আত্মসমর্পন করলেও এ মামলার প্রধান আসামি সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন ও দুই নম্বর আসামি কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি আদালতে অনুপস্থিত ছিলেন।

আত্মসমর্পনকৃত আসামীরা হলেন, রাকিবুল হাসান বিপ্লব (৩২), গিয়াস উদ্দিন রুবেল (৪০), আবদুল কাদের (৪০), আব্দুল লতিফ মন্টু (৫৫), শাহাদাত হোসেন (৩৮), আলা উদ্দিন (৩২), নিজাম উদ্দিন (৩০), নুরুল আমিন (৫০), আবুল কালাম (৪৮), আবদুল মালেক (৫০), খোকন (৩০), আবদুল আলীম (৪০), জসিম (২৫), সবুজ (২৮), বাবুল (৩২), মো. শাহ জাহান (৪৮), মো. মাকছুদ (৪০), মো. শাহজাহান (৫০), মো. রুবেল (৩০, আবদুল বাতেন ভূঁইয়া (৪৫), আবু জাফর ভূইয়া (৩০), সাইফুল ইসলাম (৪০), মো. হারুন (৩৭, মোসলেম উদ্দিন (৩৫), রুবেল (২৩), মো. আজগর (২২), মিরাজ হোসেন (২৫), আবদুল মতিন (৪৮), নুরুল আমিন (৪০), কামাল উদ্দিন (৪০), জয়নাল আবদীন (৫০), হেলাল উদ্দিন (৪০) এবং নাদির মেম্বার (৫০)। এরা সকলে কমলনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

দেখা হয়েছে: 301
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪