|

লক্ষ্মীপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন

প্রকাশিতঃ ১০:৫৬ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৫, ২০২০

লক্ষ্মীপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারিত দুই তলা ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল ভবনটির উদ্বোধন করেন। লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট শেখ জামান রিপন, বায়েজিদ ভূঁইয়া, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন, তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, পরিচালনা কমিটির দাতা সদস্য মেহেদী হোসাইন মাসুম মোল্লা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে দেশ এগিয়ে চলছে। তার নেতৃত্বেই এ দেশ শতভাগ শিক্ষার হার উন্নীত হবে। আওয়ামী লীগ সরকারের আমলেই লক্ষ্মীপুরসহ দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের এক তলা ভবনের ওপর উর্ধ্বমুখী নতুন দোতলা ভবন নির্মাণ করা হয়েছে। লক্ষ্মীপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে এতে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যয় হয়। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

দেখা হয়েছে: 429
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪