|

লক্ষ্মীপুর গণগ্রন্থাগারে ‘ টয়-ব্রিকস’ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিতঃ ২:১৬ অপরাহ্ন | নভেম্বর ২৭, ২০১৯

লক্ষ্মীপুর গণগ্রন্থাগারে ' টয়-ব্রিকস' কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: গণগ্রন্থাগারে বই পড়ি টয় ব্রিকস দিয়ে গল্প গড়ি এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর সরকারি গণগ্রন্থাগারে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে ‘ টয়-ব্রিকস’ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ টয় ব্রিকস উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।

এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যপক মাজবুব এলাহি সানি, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভুইঞা তপন।

লক্ষ্মীপুর গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ইর্ন্চাজ কাউওছারের সভাপতিত্বে আলোচনা সভাতে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সমসেরা বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমীনা বেগম, দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোদেজা বেগম, লক্ষ্মীপুর ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা আফরোজ ও লক্ষ্মীপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনসহ প্রমুখ।

নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মদের সঞ্চলনায় এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, বই পড়ার পাশা-পাশি ক্ষুদে শিক্ষার্থী’রা এখন থেকে লাইব্রেরীতে এসে ‘টয়-ব্রিকস’ দিয়ে তাদের মেধাকে আরো পরিশুদ্ধ করতে পারবে। লাইব্রেরী মুখি হবে তাদের সহপাঠীরা। একসময় ব্যাপক হারে পাঠক সংখ্যা গ্রন্থাগার মুখি হবে।

দেখা হয়েছে: 568
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪