|

আটোয়ারীতে লটারীর মাধ্যমে গম চাষী নির্ধারন

প্রকাশিতঃ ১০:৩২ অপরাহ্ন | মে ২৭, ২০১৯

আটোয়ারীতে লটারীর মাধ্যমে গম চাষী নির্ধারন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি ভাবে গম ক্রয়ের জন্য লটারীর মাধ্যমে গম চাষী নির্ধারণ করা হয়েছে। উপজেলা খাদ্য শস্য ক্রয় কমিটির আয়োজনে ২৭ মে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে গম চাষী নির্ধারনের লটারী অনুষ্ঠিত হয়।

ক্রয় কমিটির তথ্য মতে উপজেলা কৃষি বিভাগ ৬ ইউনিয়নে মোট ১৯ হাজার ১শত ২০জন কৃষকের নাম তালিকাভুক্ত করেন।

এরমধ্যে লটারীর মাধ্যমে ৬ ইউনিয়নে মোট ৭ শত ৩৪ জন কৃষক সরাসরি সরকারিভাবে খাদ্য গুদামে গম বিক্রি করতে পারবেন। তবে প্রতি কৃষক ১০ বস্তা ( ৫০০ কেজি) এর বেশী বিক্রি করতে পারবেন না।

নির্ভরযোগ্য তথ্যে জানাগেছে, উপজেলার মির্জাপুর ইউনিয়নে ২,৩৫৬ জন কৃষকের মধ্যে লটারীতে গম বিক্রির সুযোগ পেয়েছেন ১১০ জন , তোড়িয়া ইউনিয়নের ২,৯৮৪ জন কৃষকের মধ্যে ১৪৬ জন, আলোয়াখোয়া ইউনিয়নে ৪,৬৯৫ জন কৃষকের মধ্যে ১৪০ জন, রাধানগর ইউনিয়নে ৩,৫৯৩ জন কৃষকের মধ্যে ৯৮ জন, বলরামপুর ইউনিয়নে ১,৯৮৭ জন কৃষকের মধ্যে ৯৮ জন এবং ধামোর ইউনিয়নে ৩,৫০৫ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ১৪২ জন ভাগ্যবান কৃষক সরকারি দামে সরাসরি গম বিক্রি করার সুযোগ পাচ্ছেন।

চলতি মৌসুমে উপজেলায় মোট ৩৬৭ মেঃ টন গম সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে।

লটারী পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, খাদ্য শস্য ক্রয় কমিটির সদস্য ও উপজেলা চাউল কর মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, মির্জাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ গাউসুল আযম মাহবুবা রব্বানী, ব্যবসায়ী, কৃষক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪